
নওগাঁয় এক কংক্রিট ব্যবসায়ীর হত্যা টাকা ছিনতাই
নওগাঁয় ব্যবসায়ীকে হত্যা করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের কাছে ফয়েজ উদ্দিন হিমাগারের পাশের জঙ্গল থেকে ঐ মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত মামুন মহাদেবপুর উপজেলার জবারমোড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কংক্রিটের খুঁটির ব্যবসায়ী। এ ঘটনা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। এরা হলেন একই গ্রামের ট্রাকচালক সুমন হোসেন ও হেলপার সজিব হোসেন। মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন আটকৃতদের তথ্য অনুযায়ী শনিবার রাজশাহীতে এক ব্যবসায়ীর কাছে ট্রাকে করে কংক্রিটের খুঁটি বিক্রি করতে গিয়েছিলেন মামুন নামে রবি ব্যবসায়। খুঁটি বিক্রি করে দুই লাখ টাকাসহ আবারও ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে রাতের কোনো একসময় মামুনকে মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ট্রাকচালক ও তার সহযোগী। পরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে মরদেহ ফেলে রাখেন তারা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।










