একটি নিখোঁজ সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন এলাকার কামালপুর গ্রামের মোঃ ইকবাল হোসেনের স্ত্রী মোছাঃ কুলছুম খাতুন,ও মেয়ে মোছাঃ সালমা খাতুন নিখোঁজ এবং থানায় জিডি ।
গত ১১/১১/২০২৩ তারিখে: সকাল আনুমানিক ১০:৩০ ৩০ মিনিটে সময় আলমডাঙ্গা থানাধীন কামালপুর নিজ বাড়ি থেকে মোঃ ইকবাল হোসেনের স্ত্রী ও মেয়ে মোছাঃ সালমা খাতুন, কে নিয়ে আলমডাঙ্গা বাজারে প্লাষ্টিক ব্যাগ বিক্রয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তিতে দিন গড়িয়ে বিকাল থেকে সন্ধা হয়ে যায় স্ত্রী ও মেয়ে বাড়ি ফিরে না আসলে তিনি শ্বশুর বাড়ি খোজখবর করে পাই নাই, এব্যাপারে আলমডাঙ্গা থানায় একটা সাধারণ জিডি করেন তিনি । নিখোজ ব্যক্তির বর্ণনাঃ মোছাঃ কুলছুম খাতুন (২২) মেয়ে মোছাঃ সালমা খাতুন (২) গায়ের রং শ্যামলা ফর্সা, পরণে ছিলঃ কালো রংয়ের বোরখা, মেয়ের গায়ে সাদা রংয়ের জামা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কামালপুর, গাংপাড়া গ্রামের মোঃ রিকাত আলীর ছেলে মোঃ ইকবাল হোসেন,(৩০) sftvnewsbd.com কে বলেন আমার স্ত্রী ও মেয়ে আলমডাঙ্গা বাজারে ব্যাগ বিক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। আমি আমার আত্বীয় স্বজন সহ শশুর বাড়ি আশেপাশে খোজখবর করতে থাকি। অনেক খোজাখুজির করার পরেও আমার স্ত্রী ও মেয়েকে কোথাও পাইনি। আমার স্ত্রী আমাকে না বলে কোথাও যায় না। আমার স্ত্রী ও মেয়েকে অনেক খুজাখুজি করেও কোথাও পাইনি। আমি আমার স্ত্রীকে ফিরে পেতে আপনাদের কাছে সহযোগিতা চাই।