বরিশালে ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে জলাবদ্ধতায় নগরবাসী
Spread the love

বরিশালে ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে জলাবদ্ধতায় নগরবাসী

 

ঘূর্ণিঝড়ের মিধিলি’র প্রভাবে বরিশালে বৈরী আবহাওয়ার সাথে সাথে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি হলেও মধ্যরাত থেকে মুশলধারে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর ৩০টি ওয়ার্ডের প্রায় সকল রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে।শুক্রবার (১৭ই নভেম্বর) বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়াও বইছে বরিশালে। এতে নগরবাসীরা বিপাকে পড়েছে।

বরিশাল নগরীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলাচলের প্রধান সড়কগুলোতে হাঁটু পানি জমেছে। ফলে ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। বিশেষ করে নগরীর সদর রোড, বটতলা, অক্সফোর্ড মিশন রোড, গোরস্থান রোড, ভাটিখানা, মুনসুর কোয়াটার,পলাশপুর এলাকা।

এসব এলাকার বাসিন্দারা জানান, গত ১০ বছরে এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধান হয়নি। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। প্রতিনিয়ত জনপ্রতিনিধিরা আশা দিয়ে থাকলেও এর কোন সমাধান করেনি। তবে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন জলাবদ্ধতা নিরসন করবেন। সে অনুযায়ী ৮শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী। এবার যদি আমাদের ভাগ্যের পরিবর্তন না হয় তাহলে দুঃখের শেষ থাকবে না।

তবে জলাবদ্ধতা নিরসনে কাজ করার কথা জানান সিটি মেয়র খোকন সেরনিয়াবাত। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, নগরীর সব খালগুলো দখলমুক্ত ও পরিস্কারের পাশাপাশি ড্রেন পরিস্কার ও মাস্টার প্লান বাস্তবায়ন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন তিনি।

এদিকে বৈরী এ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, নদী বন্দরে ৩ নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে লঞ্চসহ সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা পরবর্তী ঘোষণা পর্যন্ত বলবত থাকবে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত বরিশালে ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতে প্রচার প্রচারণা চালাচ্ছে সিপিপির সদস্যরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31