
ধামরাইয়ে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর লিফলেট বিলিয়ে প্রচারণা শুরু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক ডা. মোখলেস উজ জামান হিরো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিলিয়ে প্রচার-প্রচারনা শুরু করেছেন। শুক্রবার ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় প্রচার-প্রচাণা শেষে একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় তিনি বলেন, ১৯৬৯ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালানোর পাশাপাশি নৌকায় ভোট চেয়ে দীর্ঘদিন ধরেই এলাকার ভোটারদের সঙ্গে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
ডা. মোখলেস উজ জামান হিরো শেরে-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও আশির দশকে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
তিনি আরও বলেন, আমাদের পরিবার দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। আমার দাদা ফয়জুদ্দিন সরকার কুশুরা ইউনিয়ন বোর্ড অফিসের দীর্ঘ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠে আয়োজিত দুটি জনসভায় আমার দাদা ফয়জুদ্দিন সরকার সভাপতিত্বও করেছেন।










