
জাপা নেতা রুহুল আমিনকে সিলেট বিমান বন্দরে সংবর্ধনা
ছাতকে জাপার উদ্দ্যোগে জাপার লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন কে সিলেটের বিমান বন্দওে এক সংবধনা অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিমান বন্দর ভিআইপি গেইটে ছাতক উপজেলা শাখার নেতা আবুল খায়ের সভাপতিত্বে রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় অনুষ্টিত সংবধনা সভায় প্রধান অথিতি ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রিয় কমিটির সদস্য, যুক্তরাজ্য জাপার শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয়পার্টি লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক,লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার ,রুহুল আমীন।
অনুষ্টিত সংবধনা সভায় বক্তব্য রাখেন,মোহাম্মদ গিলমান, সফিকুর রহমান, সাইদুর রহমান শাহিদ, অফিস সম্পাদক আশিক আহমদ, সদস্য মহিম উদ্দিন, হুসাইন আহমদ, ওলিউর রহমান, শিহাব আহমদ, মাহবুব, রেদওয়ান, আতিক আহমদ, জাকির হুসাইন, কলিম উদ্দিন, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন সহ প্রমুখ।
বক্তারা বলেন,দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদএরশাদ। ৬৮ হাজার গ্রাম বাংলা বাচলেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন মানুষের হৃদয়ে থাকবে। তিনি বলেন তপশিল ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। তারা তপশিল ঘোষণা করেছে, ঠিক আছে। কিন্তু ধারণা ছিল, সরকার সবাইকে নিয়ে আলোচনায় বসে নির্বাচনের পরিবেশ তৈরি করবে। এরপর তপশিল ঘোষণা করলে ভালো হতো। সরকার যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেয়, তাহলে তপশিল পরিবর্তন ক্ষমতা রয়েছে ইসির। অতীতে পরিবর্তনের নজির রয়েছে এ দেশে।’ তৃণমূলের নেতারা বলেছেন- এই সরকারের আমলে যত নির্বাচন হয়েছে, তা ভালো হয়নি।
তাঁরা দলের চেয়ারম্যানকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিয়েছেন। আসলে দেশের অবস্থা খুব খারাপ। আওয়ামী লীগ ও বিএনপি এক দফায় চলে গেছে। তাদের একগুঁয়েমিতে দেশের মানুষ জিম্মি, ভয়ের মধ্যে রয়েছে। এখনো সময় আছে, বড় দুই দলের আলোচনায় বসা উচিত। সংলাপ হলে সমাধানের রাস্তা বের হবে।’সভায় শেষে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় জাপার গনসংযোগ লিফলেট বিতরন করেছেন জাপার অঙ্গসংগঠনের নেতাকমীরা।










