
গাজীপুর-১ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা অনেক অপচেষ্টা করছেন কোন লাভ হয়নি। এখনো সময় আছে, নিজেদের ভুল শিকার করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। বিএনপি-জামায়াত জোটের নেতৃত্বে কে আসবে আর প্রধান হবে কে? তাদের দলের সভানেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, এখন তিনি অসুস্থ্য অবস্থায় আছে। তার ছেলে তত্ত্বাবধায়ক সরকারের সময় মুচলেকা দিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। সাতসমুদ্র দূর থেকে নির্দেশনা দিয়ে নাশকতা করে ভালো কিছু করতে পারবে না। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে।
গত বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের হিজল হাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন দপ্তরের সুবিধা ভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন , আপনারা যারা সরকারি সুবিধাভোগী ভাতা পান, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের ভাতা বন্ধ করে দিবে। আর শেখ হাসিনা সরকার পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আপনাদের ভাতা আরো বৃদ্ধি করে দিবেন । ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা দেশে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক নির্মান করেছিলেন। এরপর বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক গুলোতে ছাগল পালন করতো। এছাড়াও উপজেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন কাজের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ গুলো সম্পন্ন করা হবে। দেশ এখন উন্নয়নের মুখে, এখন শুধু আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত ও বাধাগ্রস্ত করতে বিএনপি শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে চায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানীদের সময় ২৩ বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনে। এমনকি বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর চেষ্টাও করেছে তারা। কোন কিছুতেই সুবিধা করতে পারেনি। নতুন করে এখন আবার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বিএনপি-জামায়াত । বর্তমানে জনগণ অনেক সচেতন, ভোট দিয়ে আবার নৌকাকে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করেন মন্ত্রী।
আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লার সভাপতিত্বে উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবির , গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. এ আলীম, সাধারণ সম্পাদক কে.এম ইব্রাহীম খালিদ প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।