
পাইকগাছার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন এর তৎপরতা
খুলনার পাইকগাছায় হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবনে দৈনন্দিন কর্মকাণ্ড’কে স্বাভাবিক রাখতে একযোগে কাজ করছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি সময়ে বিরোধী দলীয় অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা সহ জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন।
১৫ই নভেম্বর বুধবার দুপুর ২ টায় সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে কোন ধরণের ভীতি তৈরী না হয় এবং মানুষ অবাধে স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এর পক্ষ থেকে যৌথভাবে জনসচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখিত বিষয়ে পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর দিকনির্দেশনা মোতাবেক পাইকগাছা পৌরসদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছি। পাশাপাশি তিনি আরো বলেন জনস্বার্থে আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি।










