
সিরাজগঞ্জ-৬: আওয়ামী লীগে প্রার্থিতার লড়াইয়ে হাফডজন নেতা
১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে সিরাজগঞ্জ-৬ আসন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারিবাড়ী, দুগ্ধ শিল্প, তাঁত শিল্প ও দেশের অন্যতম পাইকারি শাড়ি-লুঙ্গির হাটসহ নানা শিল্পে ভরপুর শাহজাদপুর উপজেলা। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৫১। এ আসনে এখনো বিএনপি জামায়াতের কোনো প্রার্থী দেখা যায় নাই। এ আসনের বর্তমান এমপি মেরিনা জাহান কবিতা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম সহোদর ভাই বোন।
দলীয় মনোনয়ন পেতে আসনটিতে ভাই বোনের মধ্যেই লড়াই চলছে বলে মনে করেন স্থানীয়রা। এ আসনে আওয়ামী লীগের অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আবদুল হামিদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন।
আর নির্বাচনে বিএনপি অংশ নিলে দলটি থেকে মনোনয়ন চাইবেন জেলা বিএনপির উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ডা. এমএ মুহিত এবং জেলা বিএনপির আরেক উপদেষ্টা জাতীয়তাবাদী মুক্তির প্রজন্ম দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ছালাম।










