ভাড়াটে লোক দিয়ে গাড়ি পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বললেন এস এম আল মামুন
হাসানুল করিম (মুন্না) সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন বলেছেন, বিএনপি ভাড়াটে লোক দিয়ে গাড়ি পুড়িয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে! তাদের কোন জনসমর্থন নেই।
বুধবার (১৫ নভেম্বর) বিএনপি-জামায়াত ঘোষিত অবরোধের বিরুদ্ধে সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড উত্তর বাজারে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আবার আ.লীগ সরকার গঠন করবে।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে এবং পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদের সঞ্চালনায় শান্তি সভায় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান,৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লা মিয়াজী,৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ চৌধুরী,১০ নং সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি জামশেদ খান, সহ সভাপতি জাবের আল মাহমুদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।