কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ধরলা নদীর খনন কাজের শুভ উদ্বোধন।
আজ মঙ্গলবার সকালে ৬০ কিলোমিটার ধরলা নদীর খনন কাজের শুভ উদ্বোধন হয়েছে। "পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা,তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা রক্ষার্থে খনন কাজের (ভার্চুয়ালি) আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধরলা নদীর খননের জন্য ৭ টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে।নদীর পানি কমে যাওয়ায় সেচ কার্য ও মাছের উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। বর্তমান সরকার নদী খননের মাধ্যমে নদীর নাব্যতা ফেরানোর জন্য প্রকল্পটি গ্রহণ করেছে।
প্রকল্পটি উদ্বোধন কালে সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (কুড়িগ্রাম), নির্বাহী প্রকৌশলী (বিআইডব্লিউটিএ), উপসহকারী প্রকৌশলী (বিআইডব্লিউটিএ) সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের সার্ভেয়ার, সাইট ইঞ্জিনিয়ার সহ ড্রেজার পরিচালনাকারী সকল সদস্যবৃন্দ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সফলতা সহ দেশবাসীর উন্নয়ন ও সকলের সুস্বাস্থ কামনা করে উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।