
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই ২১(একুশ) কেজি ওজনের ৩৭(সাইত্রিশ) পিস বীমের লোহার রিং সহ আশিকুর রহমান শুভ নামের ১ জনকে হাতে নাতে আটক করা হয় ।
পুলিশ সুত্রে যানা যায়, এসআই(নিঃ) মোঃ তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দিবা কালীন জরুরী আইন শৃংখলা ডিউটি করাকালে আজ ১৩ই নভেম্বর ২০২৩ রোজ সোমবার বিকাল সারে চারটায় আলমডাঙ্গা থানাধীন থানা পাড়াস্থ মোঃ রতন জমিদার বাড়ীর সামনে হতে ৩৭(সাইত্রিশ) পিস বীমের লোহার রিং সহ ১জনকে আটক করা করে ।
আটককৃত আসামী আশিকুর রহমান শুভ আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।