আজ সনাতনীদের শ্রী শ্রী শ্যামা পূজা পরিদর্শন করেন খুলনা ১ আসনের হুইপঃ
আজ সনাতন ধর্মাবলম্বীদের অশুভ শক্তি দমন কারিনি দেবী শ্রী শ্রী মাতা কালী ঠাকুরানীর পূজা। পূজার দেখভাল পরিদর্শন করেন, বটিয়াঘাটা বাজার সার্বজনীন কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে যান খুলনা ১ আসনের হুইপ , দাকোপ-বটিয়াঘাটার এমপি পঞ্চানন বিশ্বাস, তিনি পুনরায় যেন মনোনয়ন পান।ভক্তরা সেই প্রার্থনা করেন মা কালীর কাছে।
বিজয় দশমীতে দেবী দুর্গার বিদায় অর্থাৎ শারদীয়া দুর্গোৎসবের ৫ দিন পর পূর্ণিমা তিথিতে প্রতিটি গৃহে সুখ শান্তি কল্পে এ পূজা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী লক্ষ্মী দেবী হচ্ছে ভগবান শ্রী নারায়ণের পত্নী তিনি জগতে ধনো দেবী হিসেবে পুজিত হন,পূজার কিছুদিন পর যেখানে যেখানে শারদীয় দূর্গা উৎসব হয় সে সব মন্দিরে, নিয়ম অনুযায়ী শ্যামা পূজা হয়ে থাকে, তাছাড়া অনেকেই বাৎসরিকভাবে শ্যামা পুজো করে থাকেন।
তাই আজ রবিবার সন্ধায় সকল সনাতনিরা মৃত ব্যক্তিদের উদ্যেশ্যে মোমবাতি জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করে।অমাবস্যা তিথি শুরু হবার সাথে সাথে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে সকল মন্দিরে পূজা আরম্ভ হবে।
তি