
ঠাকুরগাঁওয়ে ঢেলের হাট ইউনিয়ন পরিষদে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে; আর এই শান্তির বাংলাদেশকে অশান্তিতে পরিণত করতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশের সাধারণ জনগণকে জিম্মি করতে মড়িয়া হয়ে উঠেছে। তারা দেশের নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
রমেশ চন্দ্র সেন বলেন, যথাসময়ে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; কেউ আটকে রাখতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতি করতে চায়, তাহলে তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
এছাড়াও জনসভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল কাদের, সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ষষ্টি রাম বর্মন, রুহিয়া থানার ওসি সোহেল রানা প্রমূখ।










