আলমডাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখার ৩ কোটি ৩৪ লাখ টাকার টেন্ডার লটারীর মাধ্যমে সম্পন্ন
Spread the love

আলমডাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখার ৩ কোটি ৩৪ লাখ টাকার টেন্ডার লটারীর মাধ্যমে সম্পন্ন

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আওতায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের টেন্ডার প্রক্রীয়া লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের উপস্থিতিতে ওপেন লটারীর মাধ্যমে টেন্ডার প্রক্রীয়া সম্পন্ন করা হয়।

৩ কোটি ৩৪ লাখ ৫৬ হাজার টাকা ব্যয় সম্বলিত ৪টি প্যাকেজের মধ্যে রয়েছে খাসকররা ইউনিয়নের হাকিমপুর গ্রামের মন্টুর দোকান হতে হারেজের বাড়ি পর্যন্ত ৫’শ মিটার ও রায়সা গ্রামের জবার সিআই’র বাড়ি থেকে ছানোয়ারের পুকুর পর্যন্ত ৫’শ মিটার রাস্তা এইচবিবি করণ। হরদী ইউনিয়নের কেশবপুর জয়নাল হাজরীর বাড়ি থেকে নাগর আলীর বাড়ি পর্যন্ত ৫’শ মিটার ও কুমারী ইউনিয়নের দীঘলডাঙ্গা গ্রামের সুলতানের বাড়ি থেকে দীঘলডাঙ্গা কবর স্থান পর্যন্ত ৫’শ মিটার রাস্তা এইচবিবি করণ। বেলগাছী ইউনিয়নের বেলগাছী সর্দারপাড়া ওমরের বাড়ি থেকে আজাদের দোকান পর্যন্ত ৫’শ মিটার রাস্তা ও ডাউকি ইউনিয়নের পোয়ামারী কাশেম এর বাড়ি থেকে জিকে ক্যানেল পর্যন্ত ৫’শ মিটার রাস্তা এইচবিবি করণ। নাগদাহ ইউনিয়নের ব্যানাগাড়ী মোড়ের পাঁকা রাস্তা থেকে মিঠুর মেহগনী বাগান পর্যন্ত ৫’শ মিটার রাস্তা ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সোহাগ মোড়ের মমিনের বাড়ি থেকে পাগলের আস্তানা হয়ে নূর হোসেনের জমি পর্যন্ত ৫’শ মিটার রাস্তা এইচবিবি করণ।

৪ টি প্যাকেজে টেন্ডারে ৯৮৬টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে শিডিউল বিক্রি হয় ১৪ লাখ ৭৯ হাজার টাকা। লটারীর মাধ্যমে জীবননগরের পিয়াস ট্রেডার্স, চুয়াডাঙ্গার অফিসপাড়ার অরিশা ট্রেডার্স, আলমডাঙ্গার মেসার্স এস কে ট্রেডার্স, এম রহমান এ্যাসোসিয়েট ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার প্রাপ্ত হন। লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও স্নিগ্ধা দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) এম এ সামাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম আওয়াল, পল্লী উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমিন, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সাহারুল ইসলাম, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আব্দুর রশিদ সহ সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ।

এছাড়া বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় টিআর-কাবিখা ও কাবিটাসহ আগামি ১১ নভেম্বর অতি দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে ৪০ দিনের কর্মসৃজনী প্রকল্পের কাজের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোটাস জোয়াদ্দার, কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক মিকা, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়াদ্দার, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান সিলন, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক প্রমূখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31