
রংধনু মডেল স্কুলে এই পান্স কার্ডের ব্যবস্থা
মোঃ মুরাদ হোসেন শাহ্জাদপুর প্রতিনিধি
রংধনু মডেল স্কুলে এই পান্স কার্ডের ব্যবস্থা এভাবে শিক্ষার্থীরা বায়োমেট্রিক হাজিরা মেশিনে নিজেদের আইডি কার্ড পাঞ্চ করছে।
আর সেই ডেটা উঠে যাচ্ছে বিদ্যালয়ের হাজিরাশিটে,, শুধু তাই না শিক্ষার্থীরা আইডি কার্ড পাঞ্চ করার সাথে সাথে একটি খুদে বার্তা পৌঁছে যাচ্ছে তার অভিভাবকের মোবাইল ফোনে। যার মাধ্যমে অভিভাবকরা বুঝতে পারছেন তার সন্তানের স্কুল আছে কিনা। চিত্রটি ফুটে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর এর রংধনু মডেল স্কুল এ।শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিকতার সবকিছুতেই এগিয়ে থাকার জন্য স্কুলটি বিখ্যাত হয়ে উঠেছে সন্তানদের বিদ্যালয়ের যাওয়া আসা থেকে শুরু করে যাবতীয় তথ্য জানতে পাড়ায় খুশি অভিভাবকরা
ভিউ: ৫০৬










