
রিদয়ের অসাধারণ বলিং করা দেখে অবাক কোস সাইফ আহমেদ
৭ নভেম্বর কুষ্টিয়া বনাম মাগুরা মধ্যেকার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায়
রোহান এবং শিমুল এর দুর্দান্ত ব্যাটিং এবং অর্ক, সাদমান, হৃদয়ের বোলিং এ মাগুরা অনূর্ধ্ব-১৮ কে ১৭৪ রানে হারালো কুষ্টিয়া অনূর্ধ্ব-১৮ ।
কুষ্টিয়া – ২৯০/৯ (৫০ওভার)
মাগুরা – ১১৬/১০ (৩৫.৪ ওভার)
রোহান- ৬৭(৮১)
শিমুল- ৭২(৬৫)
অর্ক- ০৬ (ওভার)-০০(মেডেন)-১৭ (রান)-৩ (উইকেট)
হৃদয়-০৫ (ওভার)-০৩ (মেডেন)-০৮ (রান)-২ (উইকেট)
সাদমান – ৭.৪ (ওভার)- ০১ (মেডেন)-২০ (রান)- ৩ (উইকেট)
এই খেলা অবাক বাশার ক্রিকেট একাডেমির কোস সাইফ আহমদ তিনি বলেন প্রত্যকের খেলায় অনেক ভালো হয়েছে সকলের জন্য আমি দোয়া করি সাবাই ভালো জাগয়গায় যেয়ে বাসার ক্রিকের একাডেমির মুখ উজ্জ্বল করবে আমার ধারণা আজকের খেলায় পারর্ফরমেস ধরে রেখে রিদয় ভবিষ্যতে ভালো কিছু করবে জানা যায় রিদয়ের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা সদরপুর ইউনের মেহেরনগর গ্রাম রিদয় বলেন আজকে আমার যে সাফল্য অর্জন তার পেছনে রয়েছে বাসার ক্রিকেট একাডেমি আমার ছোট থেকেই সপ্ন ছিল আমি ভালো ক্রিকেটার হবো প্রথম আমি মেহেরনগর ক্রিকেট ক্লাবে খেলা শুরু করি ধীরে ধীরে আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি তিনি সকালে কাছে দোয়া চাই যেনো সে ভবিষৎত এ ভালো কিছু করতে পারে










