
অকল্পনীয় ইনিংস যাকে বলে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। রেকর্ড ভেঙে গুঁড়ো করে দিয়ে করেছেন রেকর্ড। মাঠে যেন খেলছেন ম্যাক্সওয়েল একা।
৯১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর হাবুডুবু খাচ্ছিল অস্ট্রেলিয়ার এ ম্যাচে জয়ের অস্তিত্ব , ছয় নম্বরে আসা ম্যাক্সওয়েলকে তো নেমেই সামলাতে হয়েছে হ্যাটট্রিক বল, বিশ্বকাপে কোনো দলই পরে ব্যাটিং করে এত কম রানে এতগুলো উইকেট হারিয়ে এর আগে জেতেনি ম্যাচ। ম্যাক্সওয়েল সেখান থেকে প্যাট কামিন্সের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। যেখানে অস্ট্রেলিয়া অধিনায়কের অবদান ৬৮ বলে ১২ রান।
তাদের অনন্য এ অবদান ক্রিকেট প্রেমীদের হৃদয় ছুঁয়েছে।