ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে
Spread the love

ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের হলরুমে এ বীজ ও সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বীজ ও সার বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি স্যার বিতরণ করা হয়। এছাড়াও ১শ জন চাষিকে ২ কেজি করে হাইব্রিড ভূট্টাবীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয় ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31