নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ৮
Spread the love
নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ৮
নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে ৮ জনকে গুরুতর আহত করা হয়েছে । উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের গাংতা মহেশপুর গ্রামে ঘটনা ঘটে। আহতরা হলেন, মোখলেছার মোল্লা, আব্দুল জলিল, আয়নাল হক, মর্জিনা বিবি, মোস্তফা, নাজমুল হক, এনামুল হক, ফাতেমা খাতুন, রুবেল হোসেন, নাজিরা বেগম, ও এরশাদ আলী।
অপরদিকে অভিযুক্তরা হলেন, আব্দুল মান্নান, আব্দুল মালেক, আব্দুল খালেক, রাব্বানী, আহাম্মদ আলী, মহসিন আলী, মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম, তৈবুর রহমান, বিদ্যুৎ হোসেন, শাহজাহান আলী, ফজলুর রহমান ও বদিউজ্জামান। এ ঘটনায় আহত মোখলেছারের স্ত্রী রুবিয়া খাতুন বাদী হয়ে মান্দা থানা একটি মামলা দের করেন। মামলা সূত্রে জানা যায়, গত ৩১ শে অক্টোবর বিকেল ৫ ঘটিকার সময় উপরুক্ত আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাংতা মৌজার জেল নং ২ খতিয়ান নং ১০৯ হালদাগ নং ৮৪১ ও ৮৪৬ পরিমাণ ৪৯ শতক ভোগ দখলীয় ধানি জমিতে আম গাছ লাগিয়ে দখলে চেষ্টা করে। এতে বাধা প্রদান করতে গেলে লোহার রড, হাসোয়া, দা, বাঁশের লাঠি দিয়ে নগ্ন হামলা চালিয়ে নারী সহ ৮ জনকে গুরুতর রক্তাক্ত যখম করে। তাদের ডাক চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে মান্নান ও মহাসিন গং জমি নিজেদের দাবি করে আম গাছ লাগিয়ে দখলের কথা স্বীকার করে বলেন, তারা কোন সালিশ বৈঠক মানতে রাজি হয়না এজন্য তাদের মারপিট করে জমিন দখল করতে হয়েছে। জমির মালিক তজব মোল্ল্যা জানান ৬৫ সালে গফুরের কাছ থেকে জমি ক্রয় করে সে জমি আমার ৭ মেয়ের নামে লিখে দিয়েছে। এই জমি অন্তত ৫০ বছর ধরে আমরা ভুগ দখল করে আসতেছি । মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31