
নোয়াখালী সদর উপজেলা ০৯ নং কালাদরাপ ইউনিয়ন পরিষদে ইদানীং চুরি ডাকাতি বৃদ্ধি।গতকাল রাতে ০৯ নং কালাদরাপ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ডিবি রোড টাওয়ার এবং মসজিদ মাদ্রাসা মোড়।নুসরাত ভ্যারাটিস স্টোর পরিচালনা (সাবেক সেনা সদস্য)মো: আলাউদ্দিন এর দোকান চুরি হয়।
দোকানে থাকা বিকাশ মোবাইল রিচার্জ মোবাইল।ক্যাশ থেকে নগর টাকা। এবং দোকানে থাকা দামী দামী বিভিন্ন পন্য চুরি হয়।এই ছাড়া গতকাল রাতে উক্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন দোকান চুরি হয়েছে। এবং বিভিন্ন বাড়িতে চোর ডাকাত ডুকরে। উক্ত বিষয় ০৯ নং কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাদাৎ উল্লাহ সেলিম কে জানানোর পরে তিনি বলেন। গতকাল রাতে আমার সমাজের ২টি দোকান ও চুরি হয়েছে। আমি এখনো চোর।গুলো কে শনাক্ত করতে পারি নাই। এই।ছাড়াও একটি চক্র আমাকে ছোট করার জন্য বিভিন্ন চকরান্ত করছে। আমি আমার চেষ্টা চলমান রয়েছে আমি এদের ব্যবস্থা নিবো।
এলাকাবাসী বলেন গত কিছু দিন আগে উক্ত ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইয়াকুব আলী বাড়ি থেকে একটা চোর মালামাল সহ হাতে নাতে ধরা হয়েছে। মারধর করে ছেড়ে দেওয়া হয়।পরবর্তী সেই চোর কয়েকজন কে আসামি করে মামলা করেন। উক্ত ইউনিয়ন পরিষদ কোন নিয়ন্ত্রণ নেই বলে।মনে করেন এলাকাবাসী