
ঠাকুরগাঁও-এ বিএনপিপন্থি আইনজীবীদের অবরোধ সমর্থনে বিক্ষোভ
আজ ৫-ই নভেম্বর ২০২৩ ইং রোজ রবিবার সকাল ১০টায় জেলা কোর্ট চত্বরে বিএনপি ডাকা অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীদের মুক্তি ও একদফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে আইনজীবী সমিতি ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সারাদেশে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখা।
বিক্ষোভ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড : আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এড : জয়নাল আবেদীন , ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড: সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক এড: এন্তাজুল হকসহ ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা উপস্থিত ছিলেন ।
এ সময় তারা বলেন,সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, একদফার আন্দোলন বানচাল করতেই পরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করেছে সরকার। অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
তাছাড়া ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি সমর্থিত এমপি প্রার্থী এড : বদরুদ্দোজা চৌধুরী তুলা সহ সারাদেশে ৩৭ জন আইনজীবী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তারা।










