
নুরুজ্জামান খোকন
পিরোজপুর কাউখালী উপজেলায় ৬ নভেম্বর সোমবার বৈকাল ৪ ঘটিকার সময় কাউখালী শহরে দক্ষিণ বাজার হয়ে উত্তর বাজারে বিক্ষোভ মিছিল শেষ করে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে একটি শান্তি সমাবেশ আয়োজন করা হয়।
উক্ত সমাবেশের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, পিরোজপুর -২ আসনের ভান্ডারিয়া স্বরূপকাঠি কাউখালী উপজেলার নৌকা প্রত্যাশী - আলহাজ্ব ইসহাক আলী খান পান্না,
দেশব্যাপী বিএনপি ও জামায়াতের হরতাল, অবরোধ, হত্যা, অগ্নিসংযোগ,নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ পালন করা হয়। মিছিলে বিএনপি ও জামায়াত বিরোধী স্লোগান শেষে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি- এ কে এম আব্দুস শহীদ এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক আলী খান পান্না, বক্তব্যে বিএনপি ও জামাতের সমালোচনা করে শেখ হাসিনার বিগত বছরের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ব্যক্ত করেন। তাই সকলকে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনার নেতৃত্বে,আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান।