
তামাকজাত পন্যের প্রচার প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তামাকজাত পন্যের প্রচার প্রচারণা করায় ঝালকাঠির নলছিটিতে সোমবার(৬নভেম্বর) বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকাল দশটায় নলছিটি প্রেসক্লাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে তারা বলেন,সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানিগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহৎ উদ্যোগকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টার মূল উদ্দেশ্য দেশের তরুন সমাজকে ধুমপানের দিকে আকৃষ্ট করা। তারা আইনভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করার পাশাপাশি,প্রণোদনা,রেষ্টুরেন্টে ধুমপানের স্থান তৈরি,বিশ^বিদ্যালয়ে দূত নিয়োগ করছে। তারই অংশ হিসেবে নলছিটিতেও তারা বিভিন্নভাবে কৌশলে প্রচার প্রচারণা করে যাচ্ছে। এ ব্যাপারে আমরা মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসনের বরাবর অনুরোধ জানিয়ে তামাক বিরোধী সংগনগুলোর পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
এসময়, তামাক বিরোধী জোট এবং মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আকন, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা,মানব সেবার নির্বাহী পরিচালক ডা. গাজী রেজাউল করিম,দুঃস্থ্য মানব উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক এমএ হাসানসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#










