
ফিলিস্তিনে শিশুসহ হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।
আজ ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বিভিন্ন মসজিদের পক্ষ থেকে ফিলিস্তিনে বর্বর ইসরায়েল কর্তৃক শিশু হত্যাসহ নারকীয় হত্যাযঙ্গের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মুসল্লীরা।
শুক্রবার ( ৩ নভেম্বর ) জুম্বার নামাজের পর চৌহাট ইউনিয়নের চৌহাট বাজারে ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে এবং ফিলিস্তিন স্বাধীনতাকামী ও নির্যাতিত মানুষের পক্ষে আয়োজিত মানবন্ধনে চৌহাট,বালিয়া, সহ আশেপাশের কয়েক শত ইসলাম প্রেমিক মানুষ ইসরাঈলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন মজলুম মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।এসময় সাধারণ মুসল্লীরা বলেন, “মৈত্রির বন্ধনে শান্তিময় বিশ্ব চাই”। পৃথিবীর বাকি মানুষের মত ফিলিস্তিনি মানুষের ও অধিকার রয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার। ইসরায়লিদের প্রতি তীব্র নিন্দা ও ধীক্কার জানাই, সেই সঙ্গে ফিলিস্তিদের সাধারণ মানুষের পক্ষে আমরা সমর্থন দিচ্ছি, এবং বাংলাদেশের মুসল্লীরা সবসময় ফিলিস্তিনের পাশে আছে।










