
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক দফা দাবিতে ৮ নেতাকর্মী গ্রেফতার।
শান্ত রহমান সুনামগঞ্জ প্রতিনিধি।
এক দফা দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করার জন্য ফ্যাসিবাদ আওয়ামী সরকার পুলিশ বাহিনী দিয়ে অযথা গণঃ গ্রেপ্তারের ধারাবাহিকতায় আজ ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল মোতালেব খান, সভাপতি ধর্মপাশা উপজেলা বিএনপি ,আরিফুল হক সহ-সভাপতি ধর্মপাশা উপজেলা বিএনপি ,শওকত আলী বেপারী আহবায়ক ধর্মপাশা উপজেলা যুবদল ,সাইফুর রহমান কাঞ্চন যুগ্ম আহবায়ক ধর্মপাশা উপজেলা যুবদল,, চন্দনখান সদস্য ধর্মপাশা উপজেলা যুবদল, হাজী ইকবাল যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল,,হাফিজুল হক যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল,,ও আল আমিন সদস্য ধরমপাশা উপজেলা যুবদল ,,
গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়েছেন ধর্মপাশা উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলী আমজাদ সাহেব ও প্রমুখ।
ভিউ: ৪৬৬










