
এক সময়ের অবহেলিত উত্তরের জনপথ নীলফামারীতে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা নুসুক ফাউন্ডেশন এর সহায়তায় সচ্ছল হচ্ছে গরীব অসহায় এবং গৃহহীন শিশু, এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছে ঝরে পড়া অসহায় শিশুদের
গরীব অসহায় গৃহহীন এবং প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা নুসুক ফাউন্ডেশন এবার সমাজে অবহেলিত ঝরে পড়া অসহায় পথশিশু ও এতিম শিশুদের কে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে নীলফামারীর সদর উপজেলার কলেজ ষ্টোশনে প্রতিষ্ঠিত করেছে ধর্মীয় শিক্ষা কার্যক্রম-২০২৩ এর উদ্যোগে একটি মাদ্রাসা চালু হয়েছে। যেখানে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন অত্র এলাকার ঝরে পড়া অসহায় গরীব পথ শিশুরা ।
সংস্থার উদ্যোগে শিশুদের কে দেয়া হয়েছে শিক্ষা ব্যবস্হার বিভিন্ন উপকরণ এবং মাদ্রাসা টিতে শিশুদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ও পুষ্টিহীনতা দূর করার জন্য দেয়া হয় পুষ্টি সমৃদ্ধ খাবার।
ধর্মীয় এই শিক্ষা কার্যক্রম বিষয়ে স্হানীয় কয়েকজন জানান এছাড়াও নুসুক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান লেলিন হোসেন বিবিএ বলেন, আমাদের এই ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশের অসহায় গৃহহীন এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য তাদের কে বিভিন্ন উপায়ে সাহায্য সহায়তা হাত বাড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন স্যার এই ফাউন্ডেশন টি প্রতিষ্ঠিত করে এবং তার দিক নির্দেশনায় আমরা দেশের অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, প্রতিবন্ধীদের কে চলাচলের জন্য হুইল চেয়ার এবং চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়ে আসতেছি আর এরেই ধারাবাহিকতায় আমরা এবার ঝরে পড়া অসহায় শিশু দের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত করেছি একটি মাদ্রাসা, এবং মাদ্রাসা টি আমরা সুনামের সাথে পরিচালনা করে আসতেছি এবং স্হানীয় লোকজন ও আমাদের কে বিভিন্ন ভাবে উৎসাহিত করছে।
এদিকে নুসুক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাকির হোসেন এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করে ও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।










