
সখীপুরে সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সাথে গণসংযোগ করলেন এমপি জোয়াহেরুল ইসলাম
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল০৮ (বাসাইল-সখীপুর)জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)এমপি সখীপুরে ডাকবাংলো চত্তরে অটোরিকশা, অটোটেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা সরকারের উন্নয়ন প্রচারনায় গণ সংযোগ করেছেন।
৩১অক্টোবর(মঙ্গলবার)বিকেলে অটোরিকশা,অটোটেম্পু,সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সিকদারের সঞ্চালনা্য় আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষচন্দ্র সাহা, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আলিম মাহমুদ, টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আমিনুল ইসলাম আমিন, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমাস আজাদ, সখীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি রেজভী সিকদার শান্ত।
এ সময় উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না,অধ্যাপক নজরুল ইসলাম খান, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, জেলা পরিষদের সদস্য আনোয়ার তালুকদার, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.আনোয়ার হোসেন,কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।










