
পিরোজপুর কাউখালী উপজেলায় বুধবার সকাল থেকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম চীন মৈত্রী সেতু সংলগ্ন ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তায় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান তালুকদার পল্টনের নেতৃত্বে উপজেলা নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়।
সারাদেশে বিএনপি - জামাতের নেতৃত্বে জ্বালাও পোরাও এবং হরতাল অবরোধের প্রতিবাদে উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি করেন। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন বলেন যাহাতে জনসাধারণের গাড়ি চলাচলে কোন প্রকার বিঘ্ন হয়রানি এবং সমস্যায় পড়তে না হয় সেটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা শান্তি এবং উন্নয়নে বিশ্বাস করি। তাই আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তৌকির আহমেদ সীমান্ত বলেন- জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর হরতাল অবরোধ দিয়ে দেশকে উন্নয়নের বাধা সৃষ্টি করছে একটি গোষ্ঠী ।আমরা ছাত্রলীগ ও যুবসমাজ উন্নয়নে বিশ্বাসী তাই সকলে মিলে অন্যায়ের প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছি। এছাড়াও অবস্থান কর্মসূচিতে ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের সকল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।