
বরিশালে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সম্মাননা প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানকে কেন্দ্র করে ১লা নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় নগরীর সার্কিট হাউজ থেকে বর্নাঢ্য রেলীর মাধ্যমে যুব দিবস এর উদযাপন এর শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।বর্নাঢ্য রেলী শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।যুব দিবসের আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শহিদুল ইসলাম জেলা প্রশাসক বরিশাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত আলী বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড.তালুকদার মোঃ ইউনুস সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল,বীর মুক্তিযোদ্ধা জনাব কেএসএ মহিউদ্দিন মানিক,জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম পুলিশ সুপার বরিশাল,জনাব মোঃ ফারুক উল হক পিপিএম অতিরিক্ত ডি আইজি বরিশাল বরিশাল রেঞ্জ।
এসময়ে আলোচকরা তাদের বক্তব্যে যুবকদের সমাজে ভূমিকা পালন করার কথা তুলে ধরেন কারণ একটা দেশকে সমৃদ্ধশালী করতে যুবক-যুবতীদের সহযোগিতা ছাড়া অসম্ভব।বেকার ও চাকরি প্রত্যাশীদের ঘরে বসে না থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষন গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য আহবান জানানো হয়।