
চট্টগ্রামে অবরোধে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
বিএনপি জামাতের ডাকে তিন দিনের অবরোধে দ্বিতীয় দিনে আগুনে পুড়ে গেল একটি যাত্রীবাহী বাস। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কর্ণফুলী শিকল বাহা এলাকায় বেল্লাপাড়া ব্রিজরে পশ্চিম পাশে এই ঘটনা ঘটাই দুর্বৃত্তরা।আজ ০১নভেম্বর সকাল ৮ সময় একটি যাত্রীবাহী বাস সকালে ছটার সময় গার্মেন্টস শ্রমিক নিয়ে য়ান চট্টগ্রাম শহরে ঐকান থেকে আসার পথে হটাত দেখে কিচ্ছু লোকজন জরা হয়ে সামনে দিকে আসথেচে তকন বাস কানা উল্টো পথে চলে যাওয়া চেষ্টা করেন কিন্তু সেই সুযোগ পাইনি বলে জানান।তিনি আরো বলেন তার গাড়ি খালি চিল সেই গার্মেন্টস শ্রমিক দেরকে নামিয়ে শান্তির হাটে গাড়িটা রেখে দিবে দুর্বৃত্তরা এসে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়।ওই সময় এলাকার লোকজন কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসকে অবগত করেন খবর পেয়ে সাথে সাথে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভিউ: ২৮৭










