গুজব প্রতিরোধে করোনীয় শীর্ষক আলোচনায় সুজিত অধিকারী
Spread the love

গুজব প্রতিরোধে করোনীয় শীর্ষক আলোচনায় সুজিত অধিকারী

 

 

বিএনপি-জামায়াত জাতিকে বিভ্রান্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে যাচ্ছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী বলেছেন, সামাজিক মাধ্যমে একটি বিশেষ চক্র, বিশেষভাবে সাম্প্রদায়িক চক্র, যুদ্ধাপরাধী চক্র ও স্বাধীনতার পরাজিত শক্তিরা, ক্রমাগতভাবে গুজব ছড়াচ্ছে। এটা সমাজে অস্থিতিশীলতা তৈরি করছে, অবিশ্বাস তৈরি করছে এবং তাদের উস্কানির ফলে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে ।

বক্তব্যে তিনি বলেন, জামাত বিএনপির অর্থায়নে একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে। ভবিষ্যতেও মহলটি এ ধরনের আরো গুজব প্রচার করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায় বলে আশঙ্কা আমাদের। এ ধরনের গুজব কারো নজরে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের দপ্তর সেল কর্তৃক আয়োজিত গুজব প্রতিরোধে করোনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, প্রধান আলোচক জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃজুবায়ের আহমেদ খান জবা।আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. নবকুমার চক্রবর্তী, অধ্যাঃ ডাঃ মো. শেখ শহীদ উল্লাহ্, খায়রুল আলম, আজগর বিশ্বাস তারা, খান খোরশেদ আলম। মানিকুজ্জামান অশোক, এ্যাড সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, হাজি সাইফুল ইসলাম খান, আহম্মেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, ইঞ্জিঃ বরকত, অজিত বিশ্বাস, পারভেজ হাওলাদার, মো ইমরান হোসেন।মো. আমিরুল ইসলাম বাবু, শিউলি বেগম, এ্যাড মাহমুদা ফারজানা, আকলিমা তুলি, এ্যাড শিউলি আক্তার, শারমিন সুলতানা রুনা, এ্যাড আক্তারুন্নেছা তিতাস, এ্যাড সোনিয়া আক্তার, এ্যাড খাদিজা আক্তার,আল মাহমুদ প্রিন্স, তানভির রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, মোঃ আশিকুজ্জামান তানভির, দিপ পান্ডে, রোজলিন সরকার, সুমাইয়া সুলতানা লতা, জান্নাতুল হাওয়া শান্তা, শিমু আক্তার, বিভা বিশ্বাস, কানিজ ফাতেমা, গীতা গোলদার, মাধুরী মন্ডল, তরিকুল ইসলাম মিন, মেহেদি হাসান, সাইফুল ইসলাম সাইফ, ইমন, শেখ প্রিয়া, শেখ রিয়া, আসিফ মল্লিক, আব্দুল খালেক স্বাধীন, মো মান্নান খান, সাইফুল ইসলাম শিশির, নীলমনি বিশ্বাস, শাহরিয়ার হাসান অন্তু, আরিফুল ইসলাম, ওহিদ ইসলাম, জিএম সাদী, রিফাত হাসান, সাইমন, মাজহারুল, ঝুমা রায়, সুচিতা দাস, দিলারা জামান, রাবেয়া সুলতানা, গীতা গোলদার, বিউটি বিশ্বাস, সুইটি বৈরাগী, ইলোরা সহ নেত্রীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31