
সালথায় সোনাপুর বাজারে বিট পুলিশিং অংশ হিসাবে পথসভা অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুরের সালথার সোনাপুর বাজারের পুলিশ অফিসার মোঃ রায়হান হোসেন বিট পুলিশিং একটি দিকনির্দেশনা মূলক কথা বলেন তিনি বলেন মাদক বাল্য বিবাহ ও নারী নির্যাতন কোন প্রকার সংঘর্ষ জুয়া ও অসামাজিক ও রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে বিট পুলিশের এই পথসভা অনুষ্ঠিত করেন পুলিশ অফিসার মোঃ রায়হান হোসেন,
আজ মঙ্গলবার ৩১ সে অক্টোবর বিকাল ৪ টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন অযথা চায়ের দোকানে বসে অশ্লীল কথা রাষ্ট্রধরীর কথা কোন প্রকার রাজনৈতিক আলোচনা সমালোচনায় কেউ জড়াবেন না 2 ,1 ,দিন আগেও এই বাজারে দুধে পানি দেওয়া নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছিল, আপনাদের প্রতি আমার অনুরোধ হলো কখনো কেউ ও আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না কেউ কোন নেতার কথা ঝামেলা জড়াবেন না এমনকি ঝামেলা করবেনই না এটা আমার সকলের প্রতি পদার্থ আহ্বান থাকলো, বাংলাদেশ পুলিশ সার্বক্ষণ শান্তি ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছে,আপনারা সহযোগিতা করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ এ সময় অত্র ইউনিয়নের সংঘর্ষ মারামারি, মামলা হামলা , চাঁদাবাজি , লুটপাট বাল্যবিবাহ ও নারী নির্যাতন সহ সমাজ থেকে রাষ্ট্রবিরোধী সকল কর্মকান্ড থেকে নিয়ন্ত্রণে পুলিশের সার্বিক সহযোগিতা করার কথা বলেন, তিনি আরো বলেন , আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য সালথা থানা পুলিশকে আপনাদের পাশে আছে, এ সময় পুলিশ অফিসার মোঃ রায়হান হোসেনকে এলাকাবাসীর ধন্যবাদ জানান।










