
গত ২৯/১০/২৩ রবিবার দেশব্যাপী জামায়াত বিএনপি'র নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ হরতাল আহ্বানের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য প্রদান করেন বটিয়াঘাটা উপ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জননেতা দীলিপ হালদার,দীলিপ হালদার বলেন মানুষ খুন করে, সাংবাদিকের উপর হামলা করে করে লাশের উপর দাড়িয়ে রাজনিতি বন্ধ করেন।না হলে ফল ভালো হবেনা, আরোও উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন চঞ্চল মন্ডল,ইউপি- চেয়ারম্যান জিএম মিলন,মোঃ মোসা,অনুপ গোলদার,অরিন্দম গোলদার,শিমুল গাজী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নও ওয়ার্ড আওয়ামীলিগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ, সমগ্র বটিয়াঘাটা বাজারে মিছিল শেষে বাস স্টান্ডে সমাবেশ করেন।