
বরিশালে শুরু হয়েছে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা।বরিশাল নগরীর হাতেম আলী কলেজের পশ্চিম পাশে চৌমাথা লেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
মৎস শিকারীদের জন্য ঐতিহ্যবাহী চৌমাথা লেকে টিকিটের মাধ্যমে মাছ ধরার ব্যবস্হা করেছে কর্তৃপক্ষ। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০০০৳ এবং প্রতিটি স্হান থেকে সর্বোচ্চ ৪টি বঁড়শি পুকুরে ফেলার সুযোগ রয়েছে। শনিবার ও রবিবার দুইদিন ব্যাপি উৎসবে সর্বাধিক মাছ ধরার ব্যক্তি পুরষ্কার পাবেন ১লক্ষ টাকা। মাছ ধরার উৎসব দেখতে উৎসুক জনতার ঢল নেমেছে লেকের পাড়ে।এমন আয়োজনে অংশ নেয়া এক মৎস শিকারী বলেন এমন আয়োজন প্রতি বছর করা হোক।