
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় অকথ্য ভাষায় গালিগালাছ করে ও হত্যার হুমকি দেওয়ার কারনে মোহাম্মদ আলী মিয়া বাদী হয়ে চৌধুরী শফিউদ্দিন নসার বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী।শনিবার (২৮/১০/২০২৩) ইং তারিখ ভুক্তভোগী মোহাম্মদ আলী মিয়া থানায় অভিযোগ করেন। তিনি উপজেলার মূলগাঁও এলাকার বাসিন্দা।
অভিযুক্ত চৌধুরী শফিউদ্দিন (নসা) গোসাইরহাট উপজেলার মূলগাঁও গ্রামের বাসিন্দা।
অভিযোগে থেকে জানা গেছে গোসাইরহাট উপজেলার মূলগাঁও মৌজার ৪২৯ নং বি আর এস দাগের ২৯ শতাংশ ভুক্তভোগের নিজ বাড়ি, বাগান ও ভোগ দখলীয় জমি সম্পদ নিয়া জনৈক আব্দুল রাজ্জাক দেওয়ান এর সাথে জমি নিয়ে মামলার বিরোধ চলছিল। উক্ত বিদ্যমান বিষয়টি সরজমিনে স্থানীয় তসিলদার শরীয়তপুর জেলা রাজস্ব কোর্টে ভূমিহীন বাতিলের মামলার তদন্ত করিতে আসিলে বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় উক্ত জমি ভোগদখল পরিদর্শন করার জন্য যায়। ঐ সময় চৌধুরী শফিউদ্দিন(নসা) ভুক্তভোগির ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। ভুক্তভোগীর ছেলে প্রতিবাদ করিলে আরও ক্ষিপ্ত হইয়া মারপিট করিতে আসে। ওই সময় ভুক্তভোগের স্ত্রী ঘটনাস্থলে আসলে ভুক্তভোগের স্ত্রী কে গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। এর বিরুদ্ধে গোসাইরহাট থানায় ভুক্তভোগী অভিযোগ করেন গোসেরহাট থানায়। পুলিশ বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।