
উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে জাঁকজমকপূর্ণ প্রবারণা পূর্নিমা অনুষ্ঠান পালিত
উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে জাঁকজমকপূর্ণ প্রবারণা পূর্নিমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ওসি উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম।
২৮ অক্টোবর ২০২৩ ভোর ৬টায় : বুদ্ধ পূজা, সকাল ৮টায় সমবেত প্রার্থনা, সকাল ১০টায়অষ্টশীল উপসোত পালন, সকাল ১১টায় ভিক্ষু সংঘকে পিন্ডদান ও দুপুর ৩টায় প্রবারণা পূর্ণীমা আলোতে ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ত্রিপিটক পাঠ করেন: ভদন্ত সুনিত্তোবৌধি ভিক্ষু। স্বাগত বর্ত্বব্য রাখেন বাবু রূপন বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার ওয়াল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন বাংলাদেশ, শুভেচ্ছা বর্ত্বব্য রাখেন বাবু প্লাবন বড়ুয়া সভাপতি,সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটি ,,উখিয়া উপজেলা।
বিশেষ ধর্মদেশক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত আনন্দ ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যায়রত ভদন্ত সুমিত ভিক্ষু। প্রধান ধর্মদেশক এশিয়া মহাদেশের সর্বপ্রথম ১৩০ ফুট বুদ্ধবিম্বের প্রতিষ্টাতা উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধক্ষ্য আষিন প্রজ্ঞাবৌধি থের।
উপস্তপনা করেন প্রভাষক শুভংকর বড়ুয়া,
সর্বশেষ বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলিত ও ফানুস বাজী উত্তোলন।










