
পিরোজপুর কাউখালী উপজেলায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পিরোজপুর জেলার আয়োজনে ১৯/১০/২৩ তাং বৃহস্পতিবার ১০:০০ ঘটিকায়, উপজেলা সভা কক্ষে সকল ঔষধ ব্যবসায়ীদের নিয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সকল ব্যবসায়ীদের সেম্পেলবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং প্রশিক্ষণ ও রেজিস্ট্রি বিহীন চিকিৎসা সেবা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ক্রেতার কাছ থেকে বিক্রিত কাটা ঔষধ ফেরত না নেওয়ার অনুরোধ করেছেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন - উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, ভোক্তা উপ-পরিচালক বরিশাল, ভোক্তা সহকারী পরিচালক পিরোজপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর ইউনিয়ন চেয়ারম্যান,স্যানেটারি ইন্সপেক্টর, ড্রাগ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।
পরবর্তীতে বিকাল ৩:০০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২টি প্রতিষ্ঠানকে
১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
কাউখালী দক্ষিণ বাজারের, মেয়াদ উত্তীর্ণ সার কীটনাশক এবং ভ্যাটেনারি ঔষধ বিক্রী ক্ষেত্রে লাইসেন্সবিহীন থাকার কারণে বাসুদেব কুন্ড কে ১০ হাজার টাকা ও চিড়াপাড়া অটোস্ট্যান্ড এর সেখ বেকারির মালিক লিমন শেখকে - বেকারিতে ক্ষতিকর এমোনিয়া, লেভেল বিহীন বিস্কুট এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ থাকার দায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন:- কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা , সহকারী ভূমি কমিশনার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এবং উপজেলা সেনিটারি ইন্সপেক্টর।